কবিতা - রীনা তালুকদার



কবিতা


অদেখার দুঃখ বারোমাস

রীনা তালুকদার



দুর্ভাগ্য আর কাকে বলে
বুকের কাছে এসেও হয়নি শ্বাস বিনিময়
নিঃশ্বাসে নিঃশ্বাসে হয়নি সেই ব্যাকুল প্রিয় কথা
দু'চোখ ভরে দেখার যে তৃষ্ণা রাতদিন উন্মাতাল করে রাখে
সে যেন ষ্ট্রম্বলি'র উত্তাপে বেড়ে যেতে থাকে বাতাসে
দুঃসহ বেদনার রসায়ন পুড়ে পুড়ে মারে
অমিলিত মিলনের সমুদ্র ফুঁসে ওঠার তাণ্ডবে
নিখোঁজ গোলাপের বিজ্ঞাপন চোখের মনিটরে

খুঁজতে থাকি থেকে থেকে যুগল বাগানের
রঙিন ঢেঁকিশাক; ছায়া ছায়া অাঁধারে
কবে দেখা হবে সুদূরের মাটির মিতালী
সাদা সাদা বকের সারি সারি চলে যাওয়া
অজানা কোন্ দেশে যেতে যেতে ধূসর দেখা

অদেখার দুঃখ বারোমাস ধুপপানি ঝর্নার
একদিন শরতের গল্প বলবো মুখোমুখি
সেই প্রত্যাশায় দৈনিক জীবনের নথিপত্র গোছাই।

1 comment:

  1. রীনা তালুকদার (Rina Talukder)24 October 2018 at 00:47

    সুন্দর

    ReplyDelete