বইপোকার বইঘর - অনিন্দিতা মণ্ডল



বইপোকার বইঘর
অনিন্দিতা মণ্ডল


এবারের আলোচ্য বইটির নাম ছিরিছাঁদl লেখক ও প্রকাশক প্রীতম বসুl তিনি থাকেন ভিন দেশেl কিন্তু শেকড় রয়ে গেছে বাংলায়l শুধু যে মনে প্রাণে তিনি বাঙালি তাই নয় , তাঁর উন্মোচনের পরতে পরতে ছড়িয়ে আছে মায়াl সে মায়ায় তিনি শুধু সাংস্কৃতিক দখলদারির দুর্গে আঘাত করেননি, দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশের প্রাচীন সমাজে কি ভাবে তার ঐতিহ্য বহমান হয়েছে প্রাকৃত জনের দ্বারাl

গল্পটি একটি থ্রিলারের আঙ্গিকে লেখাl কলকাতার বিভিন্ন মূল্যবান স্থান থেকে সরছে প্রাচীন পুঁথিl সেগুলির কিছু সংশোধন হয়ে ফিরছেl এই রহস্যের পিছনে চলতে গিয়ে পানু রিপোর্টার কিভাবে খুঁজে পাচ্ছেন এক জিনিয়াসকেl যিনি অবলীলায় সংস্কৃত থেকে অসংখ্য বিস্মৃত বাংলা ছন্দকে শিখিয়ে দিচ্ছেন কবিতা রচেl কখনো তিনি ভোলা নর্তক, কখনো জাঁহাপনা, কখনো বার্নার্ড পঞ্চাশl কখনো বা তিনি প্রীতম বসু! প্রতিভা ও পাণ্ডিত্যের সঙ্গে ভালোবাসা মিশলে তা সত্যিই নিকষিত হেম! প্রীতম বসু তেমনই একটি আবিষ্কার! 

একটি উপমা দিইl
 
বার্নার্ড পঞ্চাশ বলছেন, ব্যালেন্স রাখাটাই মোস্ট ডিফিকাল্ট l মহাপ্রভু চৈতন্যদেব চলেছেন নদীয়ার পথে, দুই বগলে দুই পাঁড় মাতাল জগাই মাধাইকে চেপে ধরে ব্যালেন্স করে করেl জগাই আর মাধাই হলো ছন্দ আর অন্ত্যমিলl আর মাঝে মহাপ্রভু হলেন রসের সাগরl এই তিন নিয়েই তো হলো কবিতাl জগাই আর মাধাই মাল টেনে দুদিকে ছিটকে বেরিয়ে যেতে চায়l ছন্দের পিছনে দৌড়বে তো মিল মায়ের ভোগে, আবার বেশি মিল কপচাবে তো ছন্দ ভ্যানিশl এখানেই মহাপ্রভুর ক্যালি – ব্যালেন্সl 

কবিতার এমন সুন্দর ব্যাখ্যা শুনেছেন কেউ? আর লক্ষ্য করুন, ভালোবাসাটা! বাঙালির সবচেয়ে গর্বের মানুষটির সঙ্গে কেমন মিলিয়ে দিয়েছেন তাঁর প্যাশনকে! দিয়েছেন কতশত বাংলা ছন্দ! সেসব ছন্দের তালিকা ও উদাহরণ মোটেই দেবনাl এ বই বাঙালি মাত্রই সংগ্রহ করা উচিত! তিনি ছন্দ মক্সো করতে উৎসাহিত করছেনl এভাবেই বাঙালি ফিরে পাক তার হারিয়ে যাওয়া গৌরবl আসলে তো বাঙালি স্বভাবকবি! কোনো নাম যশ অর্থের পরোয়া না করেই সে ট্রামের চলা, বৃষ্টি ঝরা থেকে ছন্দ অনুভব করে! কুড়িয়ে আনে ! 

এ বইয়ের ভূমিকা লিখেছেন শঙ্খ ঘোষl খুব স্বাভাবিক! সে ভূমিকা এতই আশাব্যঞ্জক যে বইটিতে পৌঁছতে এক তিল অপেক্ষা চললনাl থ্রিলারের সমস্ত লক্ষণ বজায় রেখেও প্রীতম বসু আমাদের উপহার দিলেন বাঙালির প্রাণের বস্তু , গর্বের বস্তুl

প্রচ্ছদ সপ্তর্ষি দাশl পুঁথির ওপরে লিখতে উদ্যত একটি কলমl লিখুন প্রীতমl আরো আরো লিখুনl আমরা সমৃদ্ধ হইl 
( বইয়ের জন্য যোগাযোগ 91 8584933858)

No comments:

Post a Comment