কবিতা
মৃত ও মৃত্যুর গন্ধম ফল
সিয়ামুল হায়াত সৈকত
পাশ কাটিয়ে চলে সবুজ স্রোত
গল্পকার যেমন বলেন —, শোনো
আমার নাম জানা হয়নি তোমার?
একদিন কাছাকাছি এসো, স্রোতস্বিনী
চিবুক বা ঠোঁটের গল্প গন্ধম জানে
আমি জানিনা আমার নামকরণ
তুমি জানো, আমি তোমাকে ভালোবাসিনা
কাম ও চোখ পাশাপাশি রাখি
তুমিও চরিত্র গুণে দেখলে-
আমি যদি জানতাম আমার ঘুম নেই
আমার পকেট ও ঠোঁট মৃত
ভালোবাসতাম না একদিনও
No comments:
Post a Comment