কবিতা
যাওয়া তো হলোনা
বিবেকানন্দ দাস
যাই যাই করে এখনও যাওয়া তো হলোনা,
এখানে অনেক কাজ
চন্দনের বনে চাঁদের আবক্ষ মূর্তি
এখনও চেনা হলোনা,
এখনও শুনিনি ঈশ্বরের কথা
কী নিদারুণ আঘ্রাণে
হেমন্তের কুয়াশাঘন নিথর প্রান্তরে,
এখনও দেখা বাকী ঝরাপাতার মর্মরে
ঘাইহরিণীর উদাসীন পদচিহ্নাবলী,
যাই যাই করে আজও যাওয়া হলোনা
অবসরে, ছায়ার গভীরে !
যাওয়া মানেই তো চিনে নেওয়া
উন্মিলিত চেতনার অন্তর,
চিনে নেওয়া
যা কিছু শূন্য করতল,
যাওয়া মানেই –
এপারে মৃত্তিকার অবশেষ,
ফেলে যাওয়া কিছু
না বলা দীর্ঘ প্রতিশ্রুতি !
যাই যাই করে এখনও যাওয়া হলোনা,
এখানে অনেক কাজ
বৃষ্টি ঝরা রাতে - সুদূর বিস্তৃত
শাদা তটিনীর তীরে
কোলাহল মুছে ফেলে
একাএকা পরিচ্ছন্ন হওয়া !
আবার পরিচ্ছন্নভাবে
তোমার কাছে যাওয়া - বড় কষ্টকর,
যাই যাই করেও আজও যাওয়া তো হলোনা...!
No comments:
Post a Comment