কবিতা - দীপঙ্কর রায়



কবিতা


বৃষ্টি শুরু
দীপঙ্কর রায়


মেঘের দেশে আলোচনা,
বাদল মেঘের আনাগোনা,
শুরু হলো। মেঘবালিকা,
হাওয়ায় মেলে ইচ্ছে পাখা,
টুপটুপিয়ে পড়ল এসে
দিক ভাসিয়ে বৃষ্টিবেশে।

মেঘের কালো যবনিকা,
দু'ভাগ হলো, হঠাৎ আলো
চালের বাতায়, গাছের পাতায়,
নকশীকাঁথার বুনট বিছায়
আরও মেলে ইচ্ছে পাখা,
ফুচকা খাবি? মেঘবালিকা?

No comments:

Post a Comment