কবিতা - সিয়ামুল হায়াত সৈকত



কবিতা


সংখ্যাক্রম

সিয়ামুল হায়াত সৈকত



দেয়াল আমাদের জানে
আমিও সেদিন— পলেস্তারার
এবং পশ্চাৎ বাকিরাখি

হ্যাশট্যাগ, গল্প কেমন আমাদের নয়
বিদেশ থেকে আসে
উড়ন্ত মানুষ সব
চিহ্নিত দেয়াল

চলোনা ঘুরে আসি অযান্ত্রিক
আমি; কেবল শূন্যস্থান বাক্সবন্দী।

No comments:

Post a Comment