কবিতা - সম্পা পাল


কবিতা


ইচ্ছে পূরণের গল্প
সম্পা পাল


হলাম তোমার ইচ্ছে নদী।
হবে আমার ইচ্ছে পূরণের গল্প?
একলা দুপুরে লিখতে বসবো, চিলেকোঠার একলা ঘরে।
যেখানে শুধু হাওয়াদের যাতায়াত।

সভ‍্যতা আসবে না, বিবর্তন আসবে না।
আরবের ঘোড়া ছুটবে না, তরবারিও শাণিত হবে না।
দাঙ্গা হবে না, দেশভাগ হবে না ।
স্বাধীনতার পর আর কোনও বিচ্ছিন্নতাবাদও জন্ম নেবে না।

বিশ্বায়ন আসবে না, আসবে না এন্ড্রয়েডের ঢ়েউ।
শুধু থাকবে আনকোরা জীবন।
আর গল্প হবে অনেক, কখনও হাওয়ায় কখনও উষ্ণতায়।

তোমার আমার গল্প মিলে একদিন জন্ম নেবে নতুন একটা গল্প।
নাম দেবো দুজনে মিলে অনেকটা ভাবনা চিন্তা করে।
হবে আমার সেই ইচ্ছে পূরণের গল্প?

No comments:

Post a Comment