কবিতা - অরুণিমা চৌধুরী



কবিতা


বশীকরণ
অরুণিমা চৌধুরী 


পৃথিবী পরাক্রান্ত যে মহারাজ,সে চায়
বশ্য ও বদ্ধ একান্ত জলাশয় 

গৌরবময় শ্বেততারা রূপে ঈর্ষার উদ্ভব
কে তার ঔরসজাত, কাকে সে রক্ষা করে ! 

তুমি 'মেয়েছেলে ', এত বাড় কেন বাপু! 
অতএব গবাক্ষবিহীন দেওয়ালের নির্দিষ্ট কোণে
পিছন ফিরে দাঁড়াও ভামিনী! একা....
তুমি নিজস্ব নারী 

নিবিড়ভাবে রক্ষিত শংক্ষ্মার
গূঢ় বামকোণে মধ্যযামে খপুষ্পে আজ সে এঁকেছে অগ্নিময় ত্রিকোণ 
রক্তবর্ণ প্রেতআসনে
স্খলিতবীর্যে এখনও বজ্রপুষ্পের ঘ্রাণ

বহুগমনের বামদিকে আগুন, দক্ষিণে বন্যা চিহ্ন
সাপের চেরা জিভে লকলকে যজ্ঞোপবীত

নীল দেহ লাল চুলো ভয়ঙ্করীশ্রেষ্ঠা একজটীর তৃতীয়স্তন থেকে ক্ষরিত বিষের উদ্দেশ্যে 
দুষ্ট নীচ জিহ্বা থেকে মন্ত্র নেমে আসছে 

ওঁ তারে তু তারে তুরে সোহা

গঙ্গাতীরের প্রাচীন মিলন কুরুক্ষেত্রের বীজ 
বুনেছিল ভামিনী.. এখনও ভালবাসো! 


শব্দসূত্র:-
শংক্ষ্মা- বৌদ্ধবিহার, 
খপুষ্প- রজস্বলা নারীর রজঃ
বজ্রপুষ্প- চণ্ডালী নারীর রজঃ, 
একজটী- গোপন মন্ত্রসমূহের রক্ষাকর্ত্রী, 
শ্বেততারা- বজ্রযান এর একুশ তারার অন্তর্গত তারারূপ, শিক্ষা ও জ্ঞানের প্রতিমূর্তি,
আগুন- ঘৃণা ও ক্রোধ, 
বন্যা- কামনা ও বন্ধন চিহ্ন

No comments:

Post a Comment