কবিতা - শুক্লা মালাকার



কবিতা


কবিতার শব্দেরা

শুক্লা মালাকার


বেশ কয়েকদিন পর আজ হঠাৎ
ভীষণভাবে কবিতা পেল
ঠিক যেভাবে কাম পায়
অনেকগুলো উপবাসী রাত কাটিয়ে
আগ্রাসী ঔরসের জমায়েত
ছিন্নভিন্ন করে নির্জন নীরবতার দুর্জয় শাসন,
তেমনি, পঙ্গু দিশেহারা শব্দেরা
প্রবল প্রেমহীনতার তোড়ে
ভাসিয়ে নিয়ে যাবে দুর্ভেদ্য অবসাদ।

নারকীয় নিঃসঙ্গতার কাছে কবিতা 
দুঃখী, ব্যার্থ মানুষের
মুক্ত শব্দভাণ্ডার।

No comments:

Post a Comment