কবিতা - অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া



কবিতা


অঙ্ক খাতায়
অনিরুদ্ধ ডাঙ্গুরিয়া



মেঘ এঁকেছি খাতার পাতায়
যাচ্ছে দেখো ভেসে,
আমায় দেখে খিলখিলিয়ে
উঠছে ওরা হেসে।

তার আড়ালে পড়ন্ত রোদ
মারছে উঁকি-ঝুঁকি,
হাওয়ার তালে পাতার উপর
হাজার আঁকি-বুকি-

দোলায় মাথা গাছের মতন,
ওই যে বকের সারি-
সন্ধ্যে হলো, তাই দেখো মা
ফিরছে নিজের বাড়ি

যেই তোমাকে ডাকতে যাব-
অমনি ফিরে এসে,
দেখি আমার অঙ্ক খাতা
যাচ্ছে হাওয়ায় ভেসে...

No comments:

Post a Comment