কবিতা - শ্রী সুতীর্থ



কবিতা


আমার নামটি লিখো...
শ্রী সুতীর্থ



প্রতিদিন তোমার নামের প্রতিটি বর্ণকে
ছুঁয়ে দেয় হৃৎপিণ্ড ফেরত প্রাণ

এই কণ্ঠ ,দন্ত ,তালু ও দন্তমূল জুড়ে
তোমার চিরাচরিত বাসস্থান গড়ে ওঠে

প্রেমের ভিতরে কচি সবুজ পাতায়
এসে বসে ছোট্ট তিতির পাখি

আর তুমি পদাবলীর পূর্বরাগ অভিসার পার করে মাথুরে এসে থামো

মানুষের ভিতরের মানুষকে দিয়ে দিলে
নিজের বলতে পড়ে রইলো বাঁশি

যার ধ্বনি-গুচ্ছ তৈরী করে সাঁকো
আর তোমার চেতনা জুড়ে খেলা করে যমুনার উচ্ছলিত জল


কিষাণ জীবন

ইচ্ছে ডানা। মেঘের পালক। সবুজ টিয়া। উড়াল খেলায়।
চিঠি পাঠাও। মনের কথা। উজার করো। এই ঠিকানায়।

স্বল্প বিষাদ। রূপকথা নীল। মন-ময়ূরী। তরুণ নাবিক।
স্নিগ্ধ ছায়া। রূপোলি জল। সূর্য কিরণ। তোমায় ভাবি।

বিনিদ্র রাত। শরীর মাটি। আলিঙ্গনেই। বীজের বপন।
তোমার-আমার। যা বৈভব। দিতে দিতেই। রিক্ত হবো।

তোমার দুচোখ। পূর্ণ সজল। শিয়র ঘেঁষে। অগ্নি শিখা।
এক জন্ম। শব্দ নিয়ে। চিতায় ওঠে। সব কবিরা।

No comments:

Post a Comment