কবিতা - পিনাকী দত্ত গুপ্ত



কবিতা


ক্ষয়ে যাচ্ছি প্রতিদিন

পিনাকী দত্ত গুপ্ত



একটু একটু ক'রে ক্ষয়ে যাই আমি।
একটু একটু ক'রে ঘিরে ধরে অজানা অসুখ।
নেমে আসে আকাশের ঘুণ-ধরা গুঁড়ো
নেমে আসে বাতাসের গুমোট অন্ধকার...
জানিনা কতটা তাপে একটু একটু ক'রে
জ্বরে পুড়ে যায় এই শরীর আমার।

এখন আমার কোনও দিন নেই, রাত নেই।
এখন আসেনা ঘুম অলস দুপুরে।
যখন কষ্ট হয়, জোরে জোরে নিশ্বাস ফেলি।
দরজা বন্ধ ক'রে নিঃশব্দে করি চিৎকার।
নেমে এলে অচেনা আঁধার, থেমে যায় অব্যক্ত স্বর।
একটু একটু করে ক্ষ'য়ে যায়, গুঁড়ো গুঁড়ো অবশ বিবর।

একটা অচেনা ভয় অবচেতনের ছায়া ঘিরে...
এখন বুঝিনা আর কতটা যোজন পথ বাকি!
এগিয়ে চলেছি সেই সুগভীর অরণ্যের পথে।
এখন বুঝিনা কোন্ লোকালয় ছুঁয়ে ইছামতি...
দুকুল ভাসিয়ে আসে বান।
ভেসে আসে কুয়াশায় ডুবে থাকা অস্পষ্ট মুখ।
একটু একটু করে বিমূর্ত হয় কিছু
ছোপ ধরা অচেনা অসুখ ।।

No comments:

Post a Comment