অনুবাদ সাহিত্য - রাজা মুখোপাধ্যায়



অনুবাদ সাহিত্য


চুলের জটে বাস যে নারীর
হেটা ম্যুলার
অনুবাদ - রাজা মুখোপাধ্যায়



দর্পণে দেখি আমি টেবিলগুলি
আয়ত দু'টি চোখ যেন দর্পণায়িত
দোর থেকে একান্ত কাছে
পানের আড্ডায় একটি ব্রণ যেন
জেগে ওঠে ত্বক ভেদ করে
অথবা গ্লাস থেকেই
'শেলেনক্রাউট'-এর মতো হলুদ
গত চোদ্দ বছর ধরেই 
আমি এখানে বসে আছি বলে
পরিবেশক নিজের বুড়ো আঙুলটিতে
বয়ে আনলেন টাটকা রক্ত


* শেলেনক্রাউট - ছোট হলদে ফুলবিশেষ




ঠিক তার পরই বারবার বলল

আমার বাবা ছিল নাৎসি 
ছেলেটি হয়েছে এক (নাৎসি) স্কিন
ঝুলে পড়া থুতনি নিয়ে
কর্তামশাই আবার গণতন্ত্রী
আর কন্যে আমার হবেন গায়িকা




স্তনের ভিতরে বদল
বাইরে আপেল নাশপাতি
ঝরা ফলগুলি
এখন যদি আমায় আদর করতে হতো
শব্দ এড়ানো যেতনা কিছুতেই
















No comments:

Post a Comment