কবিতা - বৈজয়ন্ত রাহা



কবিতা


পাগলামি

বৈজয়ন্ত রাহা




ফুটপাথ শুয়ে আছে, কালো,
পড়ে আছে ঝরা পাতা, মেঘেদের ভাঙ্গা ঘর বাড়ি।
ভ্রুক্ষেপও নেই তার, কে তাকালো না তাকালো?

শুয়ে পড়ি।
পাতাদের গা ঘেঁষে, পাতারই উপরে।
কোথা থেকে মায়াবী শিশু সে পা ধরে ভীষণ ঝাঁকালো?--
--'এখানে শুতে নেই, এখানে তো সাপ'

--' আস্তে বলো, আস্তে, নির্জন ভেঙে ফেলা পাপ'
এ কথা বলতে গিয়ে যেই তাকিয়েছি,
     শিশু কই? দেবী এক --
         চন্দনে আঁকা তার ভ্রুটি বাঁকালো।


কে ও?
রতনের বৌ নাকি? বিনয়ের শালী?
নাভি থেকে ভেসে এল মিথ্যের বাক্য-প্রণালী--
'যাও যাও--শুতে দাও, নিতে দাও আপ্রাণ ঘ্রাণ'--

নারী নয়, শিশু নয়,


        হাততালি দিয়ে ওঠে ঈশ্বরের গান--

কেউ নেই, চারিপাশ শুনশান।

No comments:

Post a Comment