কবিতা - সিয়ামুল হায়াত সৈকত



কবিতা


মধ্যবর্তী চোখ

সিয়ামুল হায়াত সৈকত



একিলিসের ঘোড়া যখন ফুল
মধ্যবর্তী চোখে সেসব চোখ`ই
আজ, বিপ্রতীপ দুঃখ পোষে মনের শহর
জেনো হারিয়ে ফেললেই তুমি নয়!

এক জলজ্যান্ত শহর, মিথের মতো
ভাঁজওয়ালা পৃষ্ঠাগুলো অতীতের
আর আমরা যা রাখি
                              চোখে তুলে সব
বিস্কুটের ঠোঙায় সব দৈত্যের শহর
এসে, দ্যাখো–মুখ তুমি ও তুমি।


ভালোবাসি যত অসুখের মতো

1 comment: