কবিতা
গল্পটি বাতিল নোটের মতোই
সুদীপ ব্যানার্জী
দূর থেকে দেখো-- কত কলঙ্ক এই জ্বলন্ত শরীরে,
এদিকে ওদিকে ছড়িয়ে। অতীত খুঁড়েছে বিরাট গভীর গর্ত...
কাছে এসো তুমি! মহাকাশ ছাড়িয়ে...
চাঁদ উঠেছে। এটাই তো ছিল শর্ত!
জড়িয়ে ধরো। পাল্লাভারি তোমার দূরবীণ...
অথবা, গ্রহ গ্রহ ঘূর্ণনে জেগে ওঠো আবর্তে...
যারা আলো দিলো,পরিবর্তে কামড়ে আঁচড়ে খুবলেও খেল দেহ উপগ্রহ...
দেওয়া নেওয়ার এ সংসারে ওদের বিগ্রহে ফুল-মালা, সুরভিত চন্দন আর ভদ্রাসন...
আমার শরীরে প্রেমিক ছু্ঁড়েছে অ্যাসিড বোতল...
উল্কির মতো এঁটে বসে ভালবাসা...
যাওয়া আসা অজানা কক্ষপথে...
চামড়া পেতে গলিতে দাঁড়িয়ে,
চন্দ্রযানের উড়ানও দেখি...
বসেই থাকা অপেক্ষায়...
মিলিয়ে রাখি পূর্ণিমায়,
কার চেহারায় ঝলসায় রূপ,
আর কার পিঠে লালসার ছ্যাঁকা?
বাকি গল্পটা বাতিল নোটের মতোই, অচল...
No comments:
Post a Comment