কবিতা - সহেলী চক্রবর্তী






কবিতা


ফিনিক্স

সহেলী চক্রবর্তী




অবুঝ আঙুল ঠোঁট ছুঁয়েছে যেই,
হৃদয় আবার ভুলেছে ঘরবাড়ি।
ওই দু'চোখে অকালশরৎ আসে,
হারাচ্ছে সব ঠিকানা দরকারি।

রাত কেটেছে বেভুলপনার জেরে,
সকালগুলো অসীম প্রতীক্ষায়,
কাঙালপনা আনাচ কানাচ ঘেরে,
একলা সময় তোমায় কাছে চায়।

সোহাগ পায়ে বর্ষা নেমে আসে,
ডাকনামেরা লাজুক আদর মাখে,
জ্বরের ঘোরে পথ হারালো মন।
তারপরে সব কে আর মনে রাখে?

ছিটকে আসা নীলচে ব্যথাদাগে,
মনকেমনের আরাম ছোঁয়া মেশে।
শীতকুয়াশার ঘুমপাড়ানি গানে
জড়াচ্ছে খুব অতীত ভালোবেসে।

জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়ে স্মৃতি
নিঃস্বতা সব মুঠোয় পুরে আরো,
ছাইয়ের থেকে পাখনা মেলি, যদি
একটিবারও আগুন হতে পারো।

2 comments:

  1. চমৎকার লাগল। ছন্দের ওপরে নিঃসন্দেহে জবরদস্ত দখল আছে। স্বচ্ছন্দ চলন। পড়তে ভালো লাগে। সহেলীকে একটা কথা বলার আছে, একই স্তবকে বেভুলপণা আর কাঙ্গালপনা মধ্যে যে কোনও একটিকে প্রতিস্থাপন করতে পারলে বোধহয় ভালো হবে। বাকীটুকু চমৎকার।

    সহেলিকে অনেক শুভেচ্ছা জানাই। ঋতবাক্-কে ধন্যবাদ

    ReplyDelete