কবিতা - অনুষ্টুপ শেঠ



কবিতা


বৃষ্টি - ৪

অনুষ্টুপ শেঠ




ডিঙি মেরে ভোর পার হই,
চতুর দুপুর ঘন কাজে,
সন্ধ্যার ঘরখোঁজা পথে
মেঘে মেঘে মল্লার বাজে।

বৃষ্টিরা কানাকানি করে,
পালটালো? কিছু পালটালো?
গুনগুন সংসারী গানে
রাত ঢলে আজকে মাতাল-ও!

নেশাঠোঁট বুঝি খুঁজেছিল
আগুনে আগুন ঢালা পাখি -
কিছু কথা লেখা হয়ে গেছে,
কিছু কথা আজও আছে বাকি।

জানলায় মিঠে চাঁদ হাসে,
কি জানি কী পড়ে খালি চোখে।
ভেসে যাওয়া রাতের বালিশে
অকারণ লিখে মরি তোকে...

4 comments:

  1. ভারি ভালো লাগল। নরম, মেদুর কবিতা। বেশি অঙ্গভঙ্গি নেই। ভালো লাগল, অনুষ্টুপ

    ReplyDelete
  2. ভারি ভালো লাগল। নরম, মেদুর কবিতা। বেশি অঙ্গভঙ্গি নেই। ভালো লাগল, অনুষ্টুপ

    ReplyDelete
  3. ভেসে যাওয়া রাতের বালিশে
    অকারণ লিখে মরি তোকে...

    Opurbo lineguli...

    ReplyDelete
  4. Sundor, anayaas lekha. Kintu kobi-r kaach theke aaro gobhir bhaabnaa aashaa kori je!

    ReplyDelete