কবিতা
বৃষ্টিবাদল
অনুষ্টুপ শেঠ
আকাশ থেকে মেঘ নামিয়ে তোকেই দিলাম বৃষ্টিবাদল
চাইলি বলে দু'হাত মেলে, চাইলি বলে এমন পাগল
তোকেই দিলাম এ মুগ্ধতা, তোকেই দিলাম ঊনিশ বিশ,
নিষেধ-ভাঙা দুঃসাহসের আদর ঘেরা অহর্নিশ।
আমার খাতায় থাকুক নাহয় তোর পাঠানো ইচ্ছেগুলো
মনখারাপে মলিন বিকেল, কালবোশেখী লালচে ধুলো-
বহির্জগৎ হিসেব দেখে। বহির্জগৎ প্রশ্ন ভাসায়।
ভোকাট্টা হয় আজো ঘুড়ি। আজো কাঁদায়, বড্ড কাঁদায়।
আঁজলা ভরে, অসংশয়ে, তোকেই দিলাম আমার মরণ;
এই জীবনের পদ্য সকল, সকল অঝোর রক্তক্ষরণ।
No comments:
Post a Comment