কবিতা - ঊষসী ভট্টাচার্য



কবিতা


না

ঊষসী ভট্টাচার্য



রাস্তা হয়েছে বন্ধ
তুমি কর্পূরে দিনান্ত,
কেন সাইরেনে বাঁশি বাজেনা?
আজ হাইফেনে তিনসত্যি
তুমি ভালোবাসা একরত্তি
নিয়ে উড়ে গেছে বুক পাখিটা
সুখ পাখিরা
দূরে জানালা
একা কেরোসিন স্টোভে বাঁচে কি?
জানেনি সে জানেনা
কেন মনিটাতে তার জোছোনা
ঘরে আসেনি...

No comments:

Post a Comment