কবিতা - সুমন্ত চট্টোপাধ্যায়




কবিতা


কুয়াশাওয়ালা

সুমন্ত চট্টোপাধ্যায়



কেউ জানতেও পারেনা কোনওদিন
মাঝরাতের কতটা গভীর থেকে
বেরিয়ে আসা
আদিম-আক্রান্ত সংসার ছেড়ে
                                               নিঃশব্দ—


আলোর সাথে বৈরিতা তার
বিলুপ্ত নগরীর মত ব্যাপ্ত ঝোলায়
একলা হাইওয়ে—সরষে ক্ষেত কিংবা
হৃদয়ের সিটিলাইটস বেয়ে
কুয়াশা ফেরি করা কবিতার প্রান্তর


কেউ কেনেনা—মেলেনা কেউ কেনার মতো,
আর গাঢ় বিতৃষ্ণায় ছড়াতে থাকা
সমস্ত সৃজন—সব আয়োজন
নিঝুম উত্তরের মন—শরীরে


সময় গড়াতে থাকা ছাইপথ,
মায়ানির্মিত অলীক আড়ালে
আলো ছুঁতে চায় ঠোঁটেরা,
আর উপলব্ধিতে সে অমোঘ অস্তিত্ব
ধোঁয়াবীজ ছড়িয়ে যায়—রাশি রাশি
                                                     অস্পৃশ্য—

No comments:

Post a Comment