কবিতা - মিজান ভূইয়া



কবিতা


গুহাচিত্রের কবি 
মিজান ভূইয়া


মন নিয়ে খেলা করে
গুহাচিত্রের কবি
কখনও সে যাদু দেখায়,
হাতের পুতুল নিয়ে পাখির মতো উড়ে যায়
শাদা শাদা শব্দ তৈরী করে
গুহাচিত্রের কবি নিজেকে নিজেই অভিশাপ দেয়
ফুল কুড়ায়
মালা গাঁথে
কোনও এক নারী কবির কাছে আসে
কবি শপথ নেয়
শপথ ভাঙ্গে,
হৃদয়ে তাঁর রাজলক্ষ্মীর স্মৃতি
পরিচিত সংখ্যার মতো
নিজের ভিতরে কবি একা হয়ে যায়,
তখন বাতি নিভিয়ে
আকাশের পরিধি মাপে।

No comments:

Post a Comment