অণুগল্প - সায়ন্ন্যা দাশদত্ত




অণুগল্প


সমীক্ষা 
সায়ন্ন্যা দাশদত্ত 


-দ্যাখ কি দারুণ ওয়েদার!
-আদর্শ ফর ডেটিং। 
-তুই আজ ছুটি পেলি?
-ম্যানেজড ইট। তব ভুবনে মাথা নত করে রবো!!
-বলছিস? বসন্ত এসে গেছে?!
-আর বলতে! বললাম রোড সার্ভে করব পুরো দিন! ফিল্ড ওয়ার্ক!
-গুল দিলি!
-দিলাম। আবার দিলামওনা। ভ্যালেন্টাইন নিয়ে লেখালিখি পুরো মান্থ ধরেই চলবে। পাবলিক খাচ্ছে। 
-আর পাবলিক যেখানে খাচ্ছেনা!?
-কিসব বলছিস?
-নাম শুনিসনি? বহরাশোল ...কমারপড়া ...শাঁখাচূড়া!
-হুম্! নিউজ হয়েছিল। বেশিদিন চলেনি। 
-কেন?
-আর কেন? পাবলিক নেয়নি। 
-আশ্চর্য বল্? কতগুলো মানুষ খেতে পাচ্ছেনা। খাদানে কাজ করে সিলিকোসিসে ভুগছে। দম আটকে মরে যাচ্ছে ছটপটিয়ে আর আমরা বসন্তের প্রাক্কালে উদ্বাহু হয়ে প্রেম দিবস নিয়ে মেতে রয়েছি!
-মেতে রয়েছি! সো? হোয়াট দ্য প্রবলেম?
-এত ইনসেনটিভ তুই?
-নো! নট! অ্যাঙ্গেল চেঞ্জ কর। 
-উই দ্য মিডলক্লাস পিপল ...আছি কি নিয়ে রে? আগুন দামের সবজি, মেডিসিন, ডক্টর, জামাকাপড় অ্যান্ড দ্য ভেরি থিংস! অলমোস্ট সবটাই আনরিচেবল্! চোখের সামনে ব্যুটিক আইটেম দেখছিস ...ফাইভ স্টারের ক্যুজিন দেখছিস ....সিসিডি, মল, বার, ফরেন হলিডে ...সবটাই দেখছিস জাস্ট! বাট নট ওফ ইয়োরস! হাস্যকর। কষ্টকরও! দ্যাট সুকুমার রে’জ খুড়োর কল! দৌড়বে বাট পৌঁছবেনা ডেফনেট্লী!
-তো? তাতে তো ওদের খালিপেটগুলো মিথ্যে হয়ে যাচ্ছেনা!
-যাচ্ছেনাই তো! কিন্তু যে ছেলেটা সিসিডি তে কফি খাওয়ার স্বপ্ন দেখেছিল ....হরিপদর দোকানে আড়াই টাকায় বেঁটে, ময়লা গ্লাসে তো তাকেও বেঁচে থাকতে হয়! এতয়েব ভুলে থাকতে হয়!
-ভুলে থাকলেও ....সমাজের অন্ধকারগুলো তো মুছে যাচ্ছেনা!
-তুই ওগুলো মনে রেখে বুক ঠুকে কান্নাকাটি করলেও চেঞ্জ হবেনা; বি সিওর! অন্ধকার দিক থেকে উল্টোদিকে তাকা ...দিব্যি লোকজন প্রেম করছে। চুমু খাচ্ছে। গণ্ডাগণ্ডা আণ্ডাবাচ্চা জন্মাচ্ছে। পেটে দানা না থাকলেও এ দেশের লোক সেক্স করতে পারে! সাংঘাতিক জনসংখ্যাই তার প্রমাণ। 
-ইউ মিন্ বিপ্লব ইজ অ্যা ফুল শিট কনসেপ্ট!!
-নো। নট অবভিয়াসলি!
-দ্যেন?
-শোন, বিপ্লব করতে গেলে নিজেকে ভুলতে হয়। অল দ্যাট নেতাজি, ক্ষুদিরাম, সূর্য সেন ...ডু ইউ থিংক ওরা নিজেদের ব্যপারে কনসার্ন ছিল? আমি ...আমার বৌ ....আমার ছেলেপিলে ....আমার গুষ্টি; এসব নিয়ে ভাবলে ওরা বিপ্লবটা করতে পারত?
-তাহলে? এরকমই কেটে যাবে? এরকমই আবাল্ জীবনযাপন! শুধু নিজের জন্যে?!
-হুঁ। কাটবে। যতদিন না কষ্টের অ্যাকটিংটা অরিজিনাল কষ্টের মতো হচ্ছে ...তদ্দিন অ্যাটলিস্ট চৌদ্দ তারিখ পঞ্চাশের গোলাপ কিনেই রাজা উজির মারতে হবে! উপায় কি বল্?
-দেড়টা বাজল। খাওয়াবিনা কিছু? ক্ষিদে পেলে পেটে ব্যথা হয়!
এরপর ওরা একটি সুদৃশ্য রেস্তোরায় লাঞ্চ করতে গেলো। ছেলেটি হোয়াটস অ্যাপে মেসেজ পেলো আরেকটি শিশুর অনাহারে মৃত্যু কামারপড়ায়। ওটা নিয়ে পাঁচ'ছ লাইন লিখলেই হবে। কভারপেজে ভ্যালেন্টাইনই যাবে। 
এখন বাতাসে একটা হাল্কা মিঠে শীত; খানিকটা পঙ্কজের গজলের মতই রুচিশীল, ক্লাসি!

2 comments:

  1. মূল বক্তব্যের নির্যাস প্রায় গোড়াতেই স্পষ্ট । অনুগল্প হিসেবে শেষে আরেকটু চমক আশা করেছিলাম। তবে বিষয় নির্বাচনে সাধুবাদ প্রাপ্য।

    ReplyDelete