কবিতা - সাগরিকা ঘোষ





কবিতা


বিসর্জন

সাগরিকা ঘোষ



পুকুরে ঢিল ফেলি
উঠে আসি।
পুকুরে ঢিল ফেলে উঠে আসার আগেকার দুপুর, ঘাটে এসে বিকেল হয়ে যায়

শান বাঁধানো পুকুরঘাট, ভিতরে ঘাই মারছে বোয়াল
ছোটো পাতাগুলো খসে পড়ে যাচ্ছে
শুনতে শুনতে

জলে কার একটা মুখ...
কপালে জ্বলজ্বল করে এয়োস্ত্রীর চিহ্ন।


No comments:

Post a Comment