মুক্তগদ্য - পল্লববরন পাল



মুক্তগদ্য


বেড়ালের দন্ত্য-স 
পল্লববরন পাল 



এক


অ-এ অজগর, স-এ সিল্প 

শহর জুড়ে মধ্যরাতের দাপাদাপি। দূষণে ডুবে গেছে সূর্যোদয়। সকালটকাল কী জিনিস – খায় না মাথায় দেয় – এ প্রজন্মের গুগুলিত মস্তিষ্কে কোনো আপডেট চাইলে ইয়াব্বড়ো জিজ্ঞাসাচিহ্ন স্ক্রিন জুড়ে খিলখিল হাসে। বাঁশের বাঁশরি বা রণতূর্যটুর্য নয়, হাতে এখন মোবাইল আর একে সাতচল্লিশ। 

হরে হরে সুধু স্যামবাজারের সসীবাবুদের – না না, তালু বা মূর্ধা নয়, শুধু কুমড়োদাঁতের সিণ্ডিকেট সিল্পের রমরমা – মানুস সুখে আর সান্তিতে কচকচিয়ে ওয়াইফাই ঘা খাচ্চে। সুসান্তিরও সিণ্ডিকেট আচে – পয়সা ফেলো সুখ গেলো ঢকঢকিয়ে আর সান্তিতেয্যারতি করো, ব্যা

রোজকার এই যে অসংখ্য হসন্ত-হোঁচট, সেই হসন্তকে যাপনপংক্তিতে একটা গোটা মাত্রা দেওয়া হবে কিনা – এ প্রশ্নের উত্তরের আশায় গিয়েছিলাম কফিহাউসে 

সেখানে সুসীসিণ্ডিকেট সালিসী ডেকে নিদান সুনিয়ে দিলো –সিস্ন কুচুৎ। 



দুই 


ওং শান্তি 


তুমি ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙবে নাকি হাই তুলবে – সেটা ঠিক করার তুমি কে? আগে দাঁতমাজা নাকি পটি – ব্রেকফাস্টে টোস্ট নাকি ওমলেট – অফিস যাবার পথে দেখা হলে জীবনদাকে হাই নাকি ভালো আছেন তো – আদৌ মুখ তুলে হাসি বিনিময় করবে কিনা – ফেরার পথে কোন দোকান থেকে বাজার করবে – কোন ব্র্যাণ্ডের বিস্কুট – ডিনারে কাতলা না মাগুর – বউ আদরের সাপ্তাহিক ডেট ও স্টাইলের রুটিন 

এ সবের কোনো কিছুই ঠিক করার এক্তিয়ার তোমার নেই – তুমি শুধু একটি শান্তিপ্রিয় ভোটার কার্ড, ডেমোক্র্যাসির ডেমো

ক্র্যাস করবো আমি আর আমার সিণ্ডিকেট



No comments:

Post a Comment