কবিতা - সুমিতা দাসমজুমদার




কবিতা


পাড়ি

সুমিতা দাসমজুমদার

 

যাকে কথা দিয়েছিলে, কী ভেবে --সেকথা তুমি জানো,
সে ও তার বিশ্বাসের ঝাঁপি খুলে, অবুঝ আশায়
তোমার নিকটে আসে, অপেক্ষার বিসর্পিল রেখা
বেলাশেষে পাড়ি দেয় লোক থেকে দূর লোকান্তরে!



No comments:

Post a Comment