কবিতা - ঈশানী রায়চৌধুরী



কবিতা


তিন ভুবনের গল্পকথা

ঈশানী রায়চৌধুরী



(১)


ছেঁড়া চিরকুটে তুই ছিলি, তুই ছিলি রঙিন রুমালে,
তুই ছিলি মোবাইল স্ক্রীনে, সন্ধের পুজো প্যান্ডেলে।

তোর যত উদ্ভট শখ, মেলাতে নাগরদোলা চড়া,
টুকিটাকি মাটির পুতুল, এটা সেটা কিনে ঝুলি ভরা।

সিসিডি-তে বড্ড খরচ, ভাঁড়ের চায়ের নেশা খুব,
মাঠে ময়দানে নিরিবিলি, তোর চোখে টুপটাপ ডুব।

কেবিনের পর্দা উড়ে যায়, বেয়ারার কপালে ভ্রূকুটি,
শুক্কুরবার খুব বাজে, শনি-রবি বেফালতু ছুটি।

তুই বরাবর গুড গার্ল, আমি সেই ব্যাকবেঞ্চার,
তবুও কী অদ্ভূত দ্যাখ! এই প্রেম তোর আর আমার।

নিন্দুকে কত কথা বলে, কত কত তির্যক সুর,
আমাদের বয়েই গিয়েছে! বেঁচে থাক দুরন্ত দুপুর।

বেঁচে থাক সকাল বিকেল, বেঁচে থাক রাতের আঁধার,
বেঁচে থাক হাতে হাত রাখা, রূপকথা চুপকথা আর...

এই যে অমোঘ পিছুটান, এই যে অবুঝ ভালোবাসা,
অনেকটা পথ পাড়ি দিয়ে ... "তিন ভুবনের পারে" আসা।


(২ )


জানলার কাচ বৃষ্টিবিধুর
কফির কাপেতে লিপস্টিক লাল
ফিনফিনে ঠোঁটে প্রেম-জাগানিয়া
ছবি এঁকেছিল আবছা সকাল

ছবি এঁকেছিল ঘন কুয়াশায়
লাল টিপে আর ঢাকাই শাড়িতে
কাগজ -নৌকো সুখ ছিল খুব
ঢেউ ভেঙেছিল বুকের জমিতে

ঢেউ ভেঙেছিল কফিশপে আরও
ঢের লোকজন করেছিল ভীড়
কুড়িটি আঙুলে ফুলকারি কাজ
চোখের আলোয় ডুরে ছায়া স্থির

চোখের আলোয় এই চেনাজানা
দিগন্ত জুড়ে অন্য ইশারা
আবছা সকাল রোদেলা দুপুর
এই ছুঁয়ে থাকা এই দিশেহারা


(৩)


তোমার কথায় খুব রোদ্দুর বদলে গেল চন্দ্রমাতে
তোমার ছোঁয়ায় বিবর্ণ ঠোঁট ফুলেল হলো নিঝুম রাতে

তোমার সঙ্গে একলা বিকেল শ্রাবণ মাসে ঝর্নাতলে
তোমার হাতেই হাত রাখা আর আয়না খোঁজা সোহাগজলে

তোমার সঙ্গে আকাশ চেনা গুলমোহর আর অচিনপাখি
তোমার গ্রীবায় আলতো আঙুল বাতাসভাসি নকশা আঁকি

তোমার জন্য আবির গুলাল রঙিন নেশা মধ্যযামে
তোমায় দেখলে হৃদয় সজল, অবেলাতেও বৃষ্টি নামে


1 comment:

  1. বাঃ ঈশানী। অনেকদিন পরে বুক জুড়ে শ্বাস নিলাম। - পল্লব

    ReplyDelete