কবিতা - দীপঙ্কর বেরা



কবিতা


আঁকা বাঁকা পথে

দীপঙ্কর বেরা




নিয়ম করে কেউ নিয়মিত থাকতে পারেনা
কোথাও না কোথাও সে ভেঙে যায়
খণ্ড ক্ষুদ্র হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়,
সেটুকুর জন্য নিয়মের কোনও ব্যাঘাত ঘটেনা।
প্রাঞ্জল হয়ে গাছের ডালে গাছও ঝোলে
দাঁত বের করা রাস্তা কিছুতেই রাস্তা ছাড়েনা
ঝরে পড়া দেওয়ালে রহস্য দানা বাঁধে
আর আকাশে ওঠে ভিন্ন ভিন্ন সুর।
তোমাকে চিনি
তাই এসব কোনও কিছুই অনিয়ম নয়,
মনুষ্যত্বের হয়তো বা অন্য
তবুও সম্পূর্ণ একটা মানুষ।

No comments:

Post a Comment