কবিতা - প্রণব বসুরায়



কবিতা


তাণ্ডব

প্রণব বসুরায়



দুটি বোহেমিয়ান শব্দ মুখোমুখি চলে এলে
মেঘেতে ফাটল ধরে...
ওড়ে হাওয়া, এলোমেলো
অদূরে বৃষ্টি পড়ে
#
এরপর চুম্বনের তাণ্ডবে
কেঁপে যায় আকাশ পাতাল
#
একে যদি অশালীন বলো
যাও তুমি নীহারিকা দেশে
পতাকা নাড়িয়ে তোমায় বিদায় জানাবো


1 comment:

  1. সুন্দর লিখেছেন। দেখার চোখ সবারই ভিন্ন।

    ReplyDelete