কবিতা - তাপসকিরণ রায়



কবিতা


সাদামাটা প্রচ্ছদ
তাপসকিরণ রায়



রক্ত চন্দনে তিলক এঁকেছি।
কপালের লেখাগুলি আঁচড়ে তৈরি হলে
জীবন চরিত্রগুলি কি ভাষা হয়ে যেতে পারে ?
কতটা কাছে আছো, তোমার নিজের কতটা কাছে ?
যদি বলো ছুঁয়ে গেছে মন--
শরীর ব্যতিরেকে মন কোথায় থাকে গো ?
বিচ্ছিন্নতা একত্র করার জালে একটি হরিণ শিশু ধরা গেল,
ফুল্ল কুসুমের মত সে লাফ ঝাঁপ দিয়ে প্লেটে গিয়ে পড়ল।
একদিন নিশ্চিহ্ন হবে সব কিছু জানি, তবু কেন এই ভেক,
সাজ শয্যা তিলকে নিজেকে জড়িয়ে
এই মোহিত হাসি মুখ তুলে ধরা ?
চিবুকের তিল কাজলকাঁটায় লাগিয়েছ বেশ !
তৃপ্তির হাসমুখ, তুমি পার পুরুষের মাথা হেঁট করে দিতে।
দুর্বল আতুরতায় পুরুষরা এমনি বুঝি সন্দিহান ?

জানার সীমানা আছে--সিদ্ধপুরুষেরাও জ্যামিতিক প্রমাণ
হারিয়ে ফেলে জেনো।
তোমার নোনতাস্বাদ মুখ চিনি ভেবে নুন মুখে নিতেই পারে—
আজের মঙ্গলচিহ্ন অনায়াস লোপাট হয়ে যাচ্ছে,
স্বতঃসিদ্ধ লক্ষণগুলিও ক্রমশ ভেঙ্গে যাচ্ছে দেখ!

যাপন চিত্রের মাঝে সাদামাটা প্রচ্ছদ।
ঢালানের দিকে নদী বয়ে যাবার কথা কে না জানে ?
এবার মলাট খুলে তোমার মুখ, আমার হাসি, ফুলের ছবি,
তারপর রক্তপলাশে লেখা তোমার বিরহগাথা।
জীবনের বাইরের নতুন কথা যদি আমায় শোনাও--
চোখ বুজে ক্ষণকাল নীরবতা পালন করতে ইচ্ছে হয়।
নিজের লেখাগুলি বারবার পড়ে আমি বড় ক্লান্ত,
জীবন তো খোলস, তার থেকে বেরিয়ে এসে ক্ষণকাল
বিশ্রাম নিতে গিয়ে দেখি আমি হারিয়ে গেছি,
হারানো মানে তুমি যা দেখতে পাও না।




No comments:

Post a Comment