ধারাবাহিক - স্বপন দেব





ধারাবাহিক



আমার বারুদ-বেলা—১৪
স্বপন দেব




আগেই একবার বলেছি যে জেলের পরিভাষায় কিচেনকে বলা হয় চৌকা। আর যে সব কয়েদি একমাস থেকে এক বছরের সাজাপ্রাপ্ত জেলের পরিভাষায় তাদের নাম ফালতু। সশ্রম কারাদণ্ডে দণ্ডিত বলে এদের দিয়ে জেলের পায়খানা পরিষ্কার করানো থেকে সমস্ত খাটুনির কাজ করানো হয়। আর জেলের এক একটি ওয়ার্ড বা চৌকা, হসপিটাল, জেল অফিসের যে সব কয়েদী হেড, তাঁরা হলেন মেয়াদী আসামী। মেয়াদী আসামী মানে হয় যাবজ্জীবন না হয় অন্তত বারো বছরের সাজা। আর এই মেয়াদী আসামীরা জেল থেকে এক এক জন হাজার হাজার টাকা রোজগার করে এবং একমাত্র মেয়েছেলে ছাড়া আর সব কিছুই এদের হাতে চলে আসে। জেলের ভেতর তখন চরম নিপীড়ন চলছে আমাদের ওপর। এই অবস্থায়, আমাদের খাবারে বিষ মিশিয়ে আমাদের খুন করা হতে পারে, এটাকে ইস্যু করে আমরা আমাদের জন্যে আলাদা চৌকার ব্যবস্থার জন্যে আন্দোলন শুরু করেছিলাম অনেক আগেই। সমবেতভাবে একটানা ৩ দিন অনশন চালিয়ে যাওয়ার পর জেল কর্তৃপক্ষ আমাদের দাবী মেনে নিলেও আমাদের চৌকায় কোন ফালতু দেওয়া যাবেনা বলে জানিয়ে দেন। আমরা মেনে নিয়ে, প্রতি সপ্তাহে সাতজনের একটি গ্রুপ করে নিজেরাই নিজেদের রান্না করে খাওয়া শুরু করি। অনন্ত সিংহ নিজে হসপিটালে ভর্তি থাকলেও তাঁর R.C.C.I দলের বাকি সাতজন আমাদের সঙ্গেই থাকতেন এবং খেতেন। তবে, তাঁরা সাতখাতা ওয়ার্ডের একদম শেষ প্রান্তে একটা চাদর টাঙ্গিয়ে নিজেদের গতিবিধি আমাদের কাছ থেকে আড়াল করে রাখতেন। এতে অবিশ্যি আমাদের কোন আপত্তি ছিলনা কারণ আমরাও কোন জরুরী মিটিং এর সময়ে ওঁদের বলতাম যে আমাদের কিছু গোপন আলোচনা আছে। যেহেতু ঐ সাতটি ছেলে আমাদের সঙ্গেই খাওয়াদাওয়া করত, তাই প্রতিবার সাতজনের গ্রুপে ওদের একটা ছেলেকে ওরা ঢুকিয়ে দিত। আমরাও এতে আপত্তির কোন কারণ দেখিনি। ওরা যে জেল পালানোর ফন্দী আঁটছে এটা আমরা ঘুণাক্ষরেও টের পাইনি। বরং বেশ কিছুদিন ধরেই আমরা সবার চোখের আড়ালে একটা সুড়ংগ কাটতে শুরু করেছিলাম যেটা দিয়ে সমস্ত বন্দীই পালাতে পারবে এবং সেটার কাজও প্রায় ৩০% শেষ হয়ে এসেছিল। একটা বিষয় আমার খুব অদ্ভুত লাগে। R.C.C.I. এর এই জেল পালানোর কথা কোন বই-এ লেখা নেই। এমন কি গুগুলেও প্রেসিডেন্সি জেল এসকেপ এর যে ঘটনাগুলি লিপিবদ্ধ আছে, এটি তার মধ্যে নেই। তবে এই সমস্তটাই আমার স্বচক্ষে দেখা এবং জেল পালাবার ৩ দিনের মধ্যেই যখন পুলিশ আবার তাদের গ্রেফতার করে জেলে ঢোকাল, তখন তাদের মুখ থেকে শোনা। অনন্ত সিংহের পরেই এই R.C.C.I. দলের নেতা ছিলেন খোকন মুখার্জি। সেবার ওরা বলল যে এই সপ্তাহের চৌকার দায়িত্ব ওরাই সাতজনে মিলে নেবে। আমরা আপত্তি করিনি। আমাদের চৌকাটির অবস্থান ছিল জেল পাঁচিলের খুব কাছেই, প্রায় ২৫ ফুট দূরত্বে। আর চৌকার দায়িত্ব যারা নেয়, তারা একটু বেশিক্ষণ লক আপের বাইরে থাকতে পারে। রুটিটা এখনো সব সেঁকা হয়ে ওঠেনি বা তরকারির আলু গুলো আরেকটু সেদ্ধ হবে এই সব বাহানায়।

দিনটা ছিল চৌঠা ফেব্রুয়ারি, ১৯৭১। বিকেল সাড়ে পাঁচটা হবে। সেদিন আমার ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ মানে বাড়ির লোক এসেছিল আমার সঙ্গে দেখা করতে। ইন্টারভিউ শেষ করে সাতখাতায় ফিরছি, হঠাৎ একটা বিকট আওয়াজ! তারপরেই আরেকটা এবং আমাদের চৌকার চারপাশটা ধোঁয়ায় ঢেকে গেল! আগুন লাগলো নাকি? না। আমি তখন সার্কাসের ম্যাজিক দেখছি! চৌকার ছাদ থেকে একটি দড়ি ছুঁড়ে দেওয়া হয়েছে রাস্তার ওপারে এবং এক এক জন পোল ভল্ট খেয়ে মুহূর্তেই জেলের পাঁচিল টপকে ওপারে! ৬ জন ইতিমধ্যেই পগার পার! নেতা অজিত কর্মকার সবে দড়ি ধরে এগোচ্ছেন, এমন সময়ে বেজে উঠল জেলের পাগলি ঘন্টা। অজিত কে নিচ থেকে লাঠি মেরে টেনে নামানো হল। অত্যাচারে অত্যাচারে তার দুটি চোখ উপড়ে নেওয়া হল। জেলের পাগলি ঘন্টা বাজার মানে যে যার সেল এ বা ওয়ার্ডে চলে যাও। বাইরে থাকলেই বেদম ঠ্যাঙ্গানি। কিন্তু আমি তো তখন ও বাইরে! সাতখাতায় ঢোকার কিছু আগেই পড়ে গেলাম জেল রক্ষীদের মুখোমুখি। মাথায়, ঘাড়ে, পিঠে, পেটে, বুকে কোথাও বাকি রাখলোনা ওরা মারতে। মার খেতে খেতে একসময়ে রক্ত-বমি করে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। সেদিন সাতখাতা ওয়ার্ডের দেওয়াল আর মেঝে রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। আজিজুল হক, নিশীথ ভট্টাচার্য দের মত প্রবীণেরাও রেহাই পান নি। তারপরে যখন ওরা আমাদের খোঁড়া সুড়ঙ্গের হদিস পেলো, তখন শুরু হল আরেক দফা অত্যাচার। প্রায় এক মাস বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি আমাদের। এমন কি জেল হসপিটালে ঢুকেই তাণ্ডব চালিয়েছিল ওরা। এত অত্যাচার আমরা সহ্য করেছিলাম যে আক্ষরিক অর্থেই প্রায় দিন সাতেক কারও জ্ঞান ছিলনা আমাদের। জেল হসপিটালে ভর্তি এক টিবি রোগী সহ মোট ৫ জনের মৃত্যু হয়েছিল সেদিন জেল রক্ষীদের হাতে। অথচ প্রচার হয়েছিল যে তারা জেল থেকে পালাচ্ছিল। ঘটনার দিন রাত্রি থেকেই আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি। কিন্তু না আমাকে জেল হসপিটালে না কোন বাইরের হসপিটালে ভর্তি করা হয়। যাই হোক, দিন চারেকের মধ্যে পুলিশ জেল পলাতক ৬ জন বন্দীকে পুনরায় গ্রেফতার করে আবার প্রেসিডেন্সি জেল এ পাঠায়। এখন সমস্ত আক্রোশ আর রাগ গিয়ে পড়ল ঐ ৬ জনের ওপর। পলাতক বন্দীরা পুনরায় গ্রেফতার হওয়ায় জেল এর গরম কিছুটা কমল। কিন্তু ওরা পালালো কি করে? প্রেসিডেন্সি জেল কে বলা হয় পূর্ব ভারতের সব থেকে সুরক্ষিত জেল। এর একদিকে টালি নালা, অন্যদিকে আলিপুর পুলিশ লাইন এবং আরেকদিকে জেল রক্ষীদের কোয়ার্টার। কেবলমাত্র যে রাস্তাটা জেল এর সামনে দিয়ে ন্যাশন্যাল লাইব্রেরীর দিকে গেছে, সেটাই পালাবার একমাত্র পথ এবং সেই রাস্তাটাই ছিল চৌকার পাঁচিলের ঠিক ওপারে। কিন্তু জেলের মধ্যে বোমা, দড়ি এসব এলো কোথা থেকে? সব বলব। তবে হসপিটালের বেডে শুয়ে শুয়ে। ঘটনা ঘটার চারদিন পরে যখন পলাতক বন্দীদের আবার গ্রেফতার করে নিয়ে আসা গেল,তখন আমার শরীরের ডানদিকটা অবশ হয়ে গেছে। প্রথমে জেল হসপিটালে নিয়ে যাওয়া হল। ওরা এটাকে সেরিব্রাল স্ট্রোক ভেবে পরের দিনই আমাকে পি জি হসপিটালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করলেন। হুইল চেয়ার ছাড়া চলতে পারিনা, চুল আঁচড়ানো থেকে ভাত খাওয়া সব ই করতে হয় বাঁ হাত দিয়ে। পি জি হসপিটালে অনেক দিন ধরে নানারকম পরীক্ষা নিরীক্ষার পরে জানা গেল যে এটা সেরিব্রাল নয়। আমার ব্রেন এর বাঁদিকে একটা বেশ ভালো আঘাত লাগার ফলে এটা ঘটেছে। সে যাই হোক আমি এখন হসপিটালের বেডে শুয়েই তোমাদের জেলের ভেতর বোমা আর দড়ি কি করে এল সে গল্প শোনাব। তবে, এখন নয়। পরের কিস্তিতে (চলবে )। 



2 comments:

  1. রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরপুর!!

    ReplyDelete
  2. ভীষণ জমে গেছে!

    ReplyDelete