কবিতা - সিয়ামুল হায়াত সৈকত
কবিতা
ছায়াসঙ্গম
সিয়ামুল হায়াত সৈকত
দৃশ্যপটে দেখে নিই স্মৃতি সম্ভ্রম
হাত ছুঁই, এই সমস্ত রাত্রিকালীন মুখ!
নন্দিনী কেমন বদলে যায় খুব-
ছায়াগুলো আঁকি প্রতিবারের মতো
একবার তুমি এঁকে মোনালিসা বলে ফেলি
তোমার চোখ আবৃত করে রাখি
শুধু হৃদয়টা দেখি-
আমার হাতেই কেমন বীভৎস ছায়া!
No comments:
Post a Comment