ব্যক্তিগত গদ্য
প্রিয় অরুন্ধতী
শিবলী শাহেদ
প্রিয় অরুন্ধতী,
জানিনা কিভাবে শুরু করব। হয়ত শুরুটা হয়ে গেছে অনেক আগেই, টের পাইনি। হয়ত আরও একটা নবাগত সূচনার লক্ষ্যেই সতীর্থ কথাদের অলিখিত চুম্বন লেগে আছে গায়ে। এই যেমন শহুরে রৌদ্ররশ্মি তোমার গালে এসে পড়লে হিংসে হয়। আজও। প্রতিরাতে ক্লান্ত পালকের ওম নিয়ে তুমি ঘুমোতে যাও। প্রতিটি ভোরে হয়ত দূরাগত আজানের সুরে জেগে ওঠো প্রিয় পাখি আমার, তোমার মতো করে একটা দিন কাটুক আমারও। বাইরে আলেয়ামুখী রাত নেমেছে। নৈঃশব্দ্যের প্রলোভনে দু-একটা অন্ধকার-বেড়াল মুখ চাওয়াচাওয়ি করছে। রাতের বেলা বেড়ালের চোখে চোখ পড়লে কালো পর্দা সরিয়ে দিতে হয়। এই মুহূর্তে আমি পতঙ্গভুক লণ্ঠন জ্বালিয়ে তোমাকে লিখতে বসেছি। লিখতে বসেই আবিষ্কার করেছি, তোমার ভিতরেই শরীর-সমুদ্রের দ্বীপ, উজানস্রোতের কেন্দ্রাতিগ টান। ফলে অজস্র শব্দের ভীড় ঠেলে একটা যথাযথ বাক্যপ্রাণ দাঁড় করাতে বেশ বেগ পেতে হচ্ছে। স্থিতিপাঁজড়ের পৃথিবীতে, এই সময় আর কেউ যে নেই। অরুন্ধতী, প্রতিটি মুক্তোমাখা সকালের রেশ তোমার চোখে লাগুক। আমার সমস্ত জেগে-থাকা-রাতের সমূহ প্রাপ্তিযোগ তোমার হোক। তোমার বুকের জলবায়ুতে দ্যাখো আমার নামে উড়ে গেছে কিছু তৃষ্ণা-কর্পূর...
ইতি
এক নিষিদ্ধ শব্দ বণিকের উত্তরপুরুষ
বাহ!
ReplyDelete