কবিতা - সুদীপ্তা চট্টোপাধ্যায়



কবিতা


অকাল বর্ষা
সুদীপ্তা চট্টোপাধ্যায়




মাঝদুপুর
রোদ সরিয়ে অঝোর নেমেছে বর্ষা
অথচ নোনতা হাওয়ায়
আভাষ ছিলনা
মেঘের পরতে পরতে জমে আছে
আদুরে বৃষ্টিদানা
তৃষ্ণার্ত মাটির বুক…
নির্জন হরিণ পথ
আকণ্ঠ শুষছে প্রথম বারিষধারা
স্নানের অজুহাতে
আদ্যোপান্ত ভিজছে গাছ
পাতায় পাতায় অরণ্যের সংলাপ
ভিজছে পাখীর ডানা
ফাটলে ফাটলে জলছাপ নিয়ে
আজন্ম ভিজছে ছাদ
চোখের পাতা ছুঁয়ে ভিজছে নরম গাল
শার্সির আড়াল
লিখছে বিরহী মনের
গোপন ভেজার কাহিনী ...



No comments:

Post a Comment