রম্যরচনা : প্রদ্যুৎ মিত্র



রম্যরচনা


পিটার রুদ্র
প্রদ্যুৎ মিত্র



- বইমেলার ক্লোসিং সেরিমনি কেমন লাগল লালমোহন বাবু?

- বেশ একটা বিজয়া বিজয়া ফিলিং মশাই… শুধু দিদিমনি-র ক্লোসিং স্পীচ-এর সময় এক ছোকড়া বেমক্কা প্রশ্ন করে তাল কেটে দিল!!

- সে কি? কি ভাবে?

- আর বলবেন না স্যার… মাননীয়া তখন ল্যাংচা হাব-এর সাকসেস্ নিয়ে মুক্তমঞ্চে বক্তব্য রাখছেন… আমিও সেই আবেগে ভাবছি জেনে নিই কবে হাসপাতালে নলেন ফ্লেবার স্যালাইন পাওয়া যাবে…। ঠিক তখন-ই ইন্দ্র ফলস্‌... মানে ইন্দ্রপতন!! এক পিস বেয়াড়া প্রশ্ন ধেয়ে এল ~ “রেশনে কম দামে হাঁদা ভোঁদার কাণ্ডকারখানা দেওয়া হবে কবে?’’ ব্যাস!! 

- তারপর?

- আর তারপর... তুমুল ডিস্পিউট!! বাই দা ওয়ে “চায় পে চর্চা” আপনার কেমন লাগে মিঃ মিত্তির?

- কোনওদিন দেখিনি, তবে আশ্বস্ত বোধ করি এই ভেবে যে প্রধানমন্ত্রী মোরারজি দেশাই কোনওদিন এই রকম কিছু ভাবেননি!! এনিওয়ে, আপনার ট্রেডমার্ক মাঙ্কি ক্যাপ টি দেখছি না?

- আর বলবেন না স্যার! লেপের অবস্থা জলসাঘরের ছবি বিশ্বাসের মত। ফ্যানখানি গুলশন গ্রোভারের মত চেয়ে আছে। শীত কিডন্যাপড্!! মাঝখানে বসন্তটা ফেঁসে গেছে!!

- এইটা জানাতেই কি এত সাত সকালে ছুটে এলেন?

- ইয়ে না… মানে একটা কেলেঙ্কারিয়াস ব্যাপার হল… বইমেলার শ্রেষ্ঠ অবদান ধুলোমাখা বেগুনীর এফেক্ট কি না জানি না, বাট কাল রাতে একটা বিটকেল স্বপ্ন দেখলুম!

- কি দেখলেন?

- মাইন্ড টি নট্ স্যার, বাট মগনলালের এত সাহস আপনাকে উইগ খুলতে বলে? মিঃ মিত্তির! 

- কোনও দিন যদি স্বপ্ন সত্যি হয় তাহলে কি করবেন?

- এই কথা রইল। হয় এর বদলা নেব, নয়তো রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখা ছেড়ে দেব!

- আই এম অনার্ড, লালমোহনবাবু… অনাদি কনফার্মড… মোগলাই পে মন কি বাত্… কেমন হবে?? 

- ওয়ান্ডারফুল!! তবে মনে আরও একটা প্রশ্ন রাইজ করেছে মশাই… মানে ধরুন ডি-ক্লাসিফাইড ফাইল থেকে জানা গেল নেতাজী ভেজ ছিলেন? তখন? বাঙালি কি করবে? 

- উফফ … আপনার প্রশ্ন গুল দিন দিন বড্ড প্যাঁচালো হয়ে উঠছে… এর চেয়ে জটায়ুর “হুতম প্যাঁচার হাহাকার”-এর প্রুফ রিড করা বেটার … 

- হে হে … এবারে কিন্তু এই ডিজিটাল ইন্ডিয়া-র থিম ক্যাপচার করতে নেক্সট উপন্যাস টা ফেসবুকে ফেলব ঠিক করেছি… “ফেসবুকে ধুকপুক”… 

- উত্তম প্রস্তাব… তা স্টেটাস আপডেট সম্পর্কে আইডিয়া আছে? বা ফেসবুক ওয়াল?

- টু হান্ড্রেড পারসেন্ট্!! প্রথমে একটু খটমট লাগত!! ওয়ালে কি লিখব ভেবে পেতাম না। এতকাল দেখে এসেছি দেওয়ালে লেখা মানে তো শুধুই “এখানে প্রস্রা…” থুড়ি… কিন্তু পরে বুঝলাম!

- কি বুঝলেন?

- বুঝলাম যে ঠিক ঠাক স্টেটাস আপডেট দিতে পারাটা একটা আর্ট!

- যেমন?

- এই ধরুন ~ “ঝমঝম করে বৃষ্টি; কী ভালো লাগছে”। ক্ল্যারিটি: হাই, স্টেটাস- পাতি!“বৃষ্টির ঝমঝম ভাসিয়ে দিচ্ছে হৃদয়ের ম্যানহোল”। ক্ল্যারিটি- ০, স্টেটাস-কবি।

- ক্লিন বোল্ড্!! উপন্যাসের প্লট ঠিক হয়ে গেছে?

- ইয়েস স্যার!! খুনি পরিচয় লুকাতে ফেসবুকে নিজের নামের বানান বদলাচ্ছে।

- যেমন?

- ইয়ে।

- কিয়ে?

- ইয়ে, মানে সোজাসুজি মুখার্জী না লিখে শেষে “ই এ” করে দিচ্ছে 



- বাবা, আপনার লেখনীর জয় হউক… শুধু খেয়াল রাখবেন ভুল করে পিটার রুদ্র লিখে ফেলবেন না যেন… চলুন অনাদি ডাকছে…

No comments:

Post a Comment