কবিতাঃ সিয়ামুল হায়াত সৈকত



কবিতা


প্রেম
সিয়ামুল হায়াত সৈকত



এলোকেশ ইচ্ছের সন্ধ্যেয়—
ঘুমন্ত রাত্রি পিছুটানে অস্থির খুব।
জেগে উঠে স্মৃতির বহর-মেঘমন-
হাত ছুঁয়ে কবিতায় স্বপ্ন; বিভোর মগ্নতা
বিহ্বলতা চোখে আর ঠোঁটে আস্ফালন,
প্রেমে পড় উড়ন্ত ঘুড়ির সুতোয়?
সেখানে দাগগুলো চ্যালাকাঠের মতো
ফাঁক গলে বেরিয়ে যায় বিষাদ অসুখ।
ঘুম ঘরে শুধু অপ্রেমের অস্বস্তি-
কাছে ডাকে চৈতন্য অন্ধকার..
তবুও প্রেম তুমি—
এখনো ছুঁয়ে যাও নিশ্চুপ আদরে!

3 comments:

  1. ধন্যবাদ কবি মাসউদুর রহমান এবং কবি কাজী! শুভেচ্ছা জানবেন।

    ReplyDelete