কবিতাঃ জয়া চৌধুরী



কবিতা


পরাধীন
জয়া চৌধুরী



তুমি আমার মুঠোর ভেতরে
কদিন আড়াল হলেই পায়ের নিচ থেকে মাটি সরে যায়
তুমি বুঝি কারো সঙ্গে ফষ্টি নষ্টি...
কী যে কাজকম্মো করো!
ইচ্ছে করে লাথি মেরে সব উল্টে ফেলি
শালা মেয়েছেলে লেখাপড়া শিখলেও ওই একই...
তুমি আমার শরীর সেবা করো
শরীর দিয়েই করো তবে অন্য কারো টুকটাক চোখ
হাত বুলাতে ভালোই লাগে
জানি, তবুও আমার গন্ধ না পেলেই তুমি
পাগল হয়ে যাও।
আমাকেই তোমার দরকার। আর তুমি?
আমার অভ্যাস স্রেফ।
এর নামই লোকে বলে ভালোবাসা – বুঝলে?

No comments:

Post a Comment