কবিতা
ইরিনা: একটি রক্তাক্ত দস্তাবেজ
সুমন্ত চট্টোপাধ্যায়
“আমেন” বলে যে ফরাসী যুবতীটি
চুপচাপ হাঁটা দিয়েছিলো কুয়াশার দিকে,
তাকে বাধা দিতে চাইলেও-পারোনি—
এই বিক্ষুব্ধ সময়ের আধারে
তোমার কবিতার শিরায় শিরায়
আর কতদিনই বা বেঁচে থাকতো সে!
তাই … যেতে দিয়েছিলে—
সে জানতো এ শহর আর নিরাপদ নয়,
আগের মত সোনালী বাতাসের সন্ধ্যায়
প্রেমিকেরা আর ম্যান্ডোলিন বাজিয়ে
স্মৃতিচিহ্ন রেখে যাবেনা প্রেয়সীর জানালায়;
তবুও সে ছেড়ে যেতে চেয়েছিলো,
তবুও সে মুখোমুখি হতে চেয়েছিলো!
তাই … যেতে চেয়েছিলে—
দীর্ঘ বাইশটা বসন্তের শেষে
সে তার রূপোলী যৌবনের প্রদেশ থেকে
বেরিয়ে আসতে চেয়েছিলো মানুষের মত,
মধ্যযুগীয় বর্বরতার চোখে চোখ রেখে
অত্যাচারী ফ্যারাওদের সামনে
সে দাঁড়াতে চেয়েছিলো একবার—মাত্র একবার!
তাই … বাধা দাওনি—
ধূসর পাষণ্ডদের জয়ধ্বজায়
তার কাঁপা কাঁপা স্নায়ুর বিস্ফোরণ
আঁকতে চাওয়া রক্তের আল্পনা,
কালো দস্তানার ভেতর শ্বেতশুভ্র হাত
আর আলতো সেপিয়ামাখা রাস্তায়
গরম নিঃশ্বাসের ধোঁয়া রেখে যেতে চাইলে
কেউ … সাথে হেঁটেছিল—
No comments:
Post a Comment