কবিতা
কেউ থাকে না
বৈজয়ন্ত রাহা
রাস্তার টান রাস্তায় থাক সাধ করে,
নড়ছে হাওয়া মুখ যাচ্ছে সরে সরে,
অনন্ত পথ কোথায় যাবো কে জানে?
বাজছে বাঁশি অন্ধকারই তার মানে...
মৃত্যু যদি সন্ন্যাসী হয় একসুরে
সন্ধ্যে নামে জীবনবিমুখ রোদ্দুরে
কার নৌকো ভিড়লো যে কার বন্দরে,
দেখবো না আর,
লিখবো না আর অন্দরে...
কথারা সব মিলিয়ে যাবে শীত এলো,
চলতে চলতে ধূসর বাগান, দোর খোলো,
নদীতো নেই জলের শরীর কুহকিনী,
কেউ কি ছিলো? ভিতর পানে, তাকে চিনি?
No comments:
Post a Comment