কবিতাঃ ঋজুরেখ চক্রবর্তী



কবিতা



অগ্নিবর্ণা সিরিজ ৪
ঋজুরেখ চক্রবর্তী


আকাশে ঘুমের রঙ,
ক্লান্ত আলো মৃত তারাদের,
বিভক্তি চিহ্নের মতো লটকে থাকা চাঁদ,
পুড়ে যাবে একে একে সব।
চিত্রিত তারুণ্য, আহা, ভেঙে যাবে ফ্রেমে আঁটা মায়াময়তায়।
ভাষা হবে গান, আর
স্বরলিপি ব্যাকুল জিজ্ঞাসা নিয়ে অমেয় প্রতীক্ষায়
চিরঋণী থেকে যাবে একটি ভ্রূভঙ্গির কাছে
কোনও অবচেতনের দিব্য অবসরে।
এইসব হবে, অগ্নিবর্ণা,
স্বপ্নে তুমি পাশ ফিরে শুলে।

এইসব হবে
আর
রহস্যের শেষ ধাপে অমোঘ মোচড়ে এক
ভেঙে যাবে সুরের কাঠামো।
আদিগন্ত আমাদের পায়ে-পায়ে পথ-চলাগুলি
এরকমই ক্ল্যাসিক স্বস্তির গ্রাফ─
উচ্চাবচতাহীন, অবিভাজ্য, মৃদু।

আকাশে ঘুমের রঙ পুড়ে গেলে
পাশ ফিরে আধো স্বরে তুমি বলবে,
কাল রাতে তাড়াতাড়ি ফিরো।




No comments:

Post a Comment