কবিতা
বেলেডের কাছে পা
কচি রেজা
কীযে একটা অসুখ আকাঙ্খা গাঢ় করে মুছে নেয় সন্ধ্যাবেলাটা
কেউ দেখেনি, সাঁতারের প্রমাণাদি
বেলেডের কাছে পা
হাতগুলো রোদ্দুরের দিকে ফিরিয়ে দিতে দিতেনিজের মুঠোর ভিতরধারণ
করি সুস্মিত স্মৃতিরশিশির
আমার নির্নিমেষ দৃষ্টির সামনে অন্ধকারও শাদা
হেমন্তের সংযুক্তি চেয়েস্তব্ধ হয়ে বসে থাকি
এই তীব্র জানালাপ্রীতি আমার নিঃসঙ্গ কৈশোরের সুধাবিষ
রোদের দিকে চেয়ে থেকেছি
যতক্ষণ না ম্লান বিকেল আসে পায়ের কাছে
আমি বিকেলকেও সন্ধ্যার অন্ধকারে শ্লথ হতে হতে হারাতে দেখি
গাঢ় পায়ের কাছে বসে পৃথিবীও বুঝে নেয় অন্ধকার
বেলেডের কাছে পা
কচি রেজা
কীযে একটা অসুখ আকাঙ্খা গাঢ় করে মুছে নেয় সন্ধ্যাবেলাটা
কেউ দেখেনি, সাঁতারের প্রমাণাদি
বেলেডের কাছে পা
হাতগুলো রোদ্দুরের দিকে ফিরিয়ে দিতে দিতেনিজের মুঠোর ভিতরধারণ
করি সুস্মিত স্মৃতিরশিশির
আমার নির্নিমেষ দৃষ্টির সামনে অন্ধকারও শাদা
হেমন্তের সংযুক্তি চেয়েস্তব্ধ হয়ে বসে থাকি
এই তীব্র জানালাপ্রীতি আমার নিঃসঙ্গ কৈশোরের সুধাবিষ
রোদের দিকে চেয়ে থেকেছি
যতক্ষণ না ম্লান বিকেল আসে পায়ের কাছে
আমি বিকেলকেও সন্ধ্যার অন্ধকারে শ্লথ হতে হতে হারাতে দেখি
গাঢ় পায়ের কাছে বসে পৃথিবীও বুঝে নেয় অন্ধকার
No comments:
Post a Comment