কবিতাঃ জয়া চৌধুরী



কবিতা



এথনিক স্বাধীনতা
জয়া চৌধুরী




চুলেরা বেয়াদবি করে হুড়ুম তাল
ছাঁটে ফেলা হাঁস মুরগীর মত নয়
বেশ করে সাধনে কড়কড়ে মোহমুক্তি
প্যান্টটা ঠিক ভাঁজে ডিজাইন করা থাক
ওটাই ফ্যাশন দস্তুর কেজো ভুল স্বর্গে
শাড়ি চলতে পারে একঘর খাদি কিম্বা এথনিক
পিঠ প্রায় না ঢাকা দিলেই কাটা ফলের মত
মাছি ভন ভন করবে শিওর
ঠোঁটে আউচ পার্ডন মি হোল্ড অন ডিয়ার
না হলেই উচ্ছ্রিত আবেগ মিয়ানো মুড়ি
সেলফোন প্যাডে টুকটাক শীতের তালরস চ্যাট
শুধু কনফারেন্স শেষে পার্টিতে ধোঁয়া ছাড়লে
ততটা হোমলি ফীল না পসন্দ কিংবা
পুরুষের চেয়ে লো পে প্যাকেট
কাম অন, মেন উইল বি মেন...অলওয়েজ়
নারীবাদীদের মত কথা বোলো না তো !

No comments:

Post a Comment