কবিতা
অক্ষরে অক্ষরে
পলাশ কুমার পাল
মৃত কথাদের শ্বাসক্রিয়া চলে
অক্ষরে অক্ষরে
মৃত ছবিরাও রাঙা হয়ে ওঠে
অক্ষরে অক্ষরে
ঝরা হলুদ পাতারা সবুজ হয়
অক্ষরে অক্ষরে
আঙুলের বিনুনির অনুভূতি জাগে
অক্ষরে অক্ষরে
সুদূরে চলে গেছে যে, সেও আছে
অক্ষরে অক্ষরে
ডাকে আসা চিঠি, প্রথম প্রেম মূহূর্ত আছে
অক্ষরে অক্ষরে
কলম ভুলে গেছে চিঠি, তবু চিঠি আছে
অক্ষরে অক্ষরে
গলিপথে ফেরিওয়ালার প্রস্থান দৃশ্য ফোটে
অক্ষরে অক্ষরে
No comments:
Post a Comment