অণুগল্প
খবর
উৎসব দত্ত
উদ্ঘাটন
সকালে খবরের কাগজ দেখতে দেখতে তৃতীয় পাতায় নজর যেতেই নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছেনা মলয়বাবুর। অধৈর্যের মতো ছেলেকে ডাকতে লাগলেন ।
প্লট
ছেলে আসতেই ছেলের মুখের দিকের চেয়ে করুণ ভাবে তাকিয়ে রইলেন। কি বলবেন বুঝতে না পেরে তাকিয়েই রইলেন ফ্যালফ্যাল করে। খবরের কাগজটা ছেলের দিকে ঘুরিয়ে দিয়ে আঙুল দেখিয়ে বললেন ‘‘আজকের তৃতীয় পাতার খবর। ’’
ক্লাইম্যাক্স
'পাত্র পক্ষ বিয়েতে টাকা ও গাড়ি চাওয়ায় তিন বছরের সম্পর্ক ভেঙে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার করল এক তরুণী। স্থানীয় সুত্রে খবর, গত তিন বছর ধরে এলাকারই এক তরুণের সাথে বিয়ের প্রতিশ্রুতিতে বাঁধা ছিল সম্পর্কটি। পুলিশ জানিয়েছে ওই তরুণের খোঁজ চলছে।'
পতন
মিনিটের খানেকের নিরবতা। দোষারোপ। পাল্টা দোষারোপ। পুলিশের আগমন। গ্রেফতার।
শেষ অঙ্ক
ছেলেরা বিয়ে করে। মেয়েদের বিয়ে হয়।
No comments:
Post a Comment