কবিতাঃ কচি রেজা






কবিতা 


কচ্ছপ ও পাতকুয়া 
কচি রেজা 


তেইশটি বড়ো জানালা, দরজা মাত্র তিনটি। একমুঠো মতো ছাতলাপড়া 
দেওয়ালয়লা ঘর, ফ্লোরের চৌকোণা মুছে ধার বের হয়ে পড়েছে, তাতে 
পড়ে পড়ে হাত পা কাটছে এক শিশু, ঘরের সিলিং উঁচু, সেখানে ঘড় ঘড় 
করছে ফ্যান, ঘরের বাইরে পাতকুয়ায় কপিকল টেনে জং ধরা বালতিতে
তোলা হয় জল, মাঝে মাঝে কুয়ার ভিতর থেকে বেরিয়ে আসে সহস্রবর্ষী 
কচ্ছপ, জল তোলা বালতির মতো, আমি কি পুনর্বার কচ্ছপ হয়ে জন্মাব, 
নাকি এই জন্মেই কচ্ছপ!

No comments:

Post a Comment