কবিতা
বিকার
মৈনাক সেনগুপ্ত
অবগাহনের ক্যানভাস ঘিরে তুলি ।
অবয়বহীন ছায়া আসে ; ঢাকে চোখ ।
দৃষ্টি আমার বন্ধক কবে থেকে -
অনাগত তুই; দূর থেকে তোর ঘ্রাণ ।
বাস্তবে তোর কখনও কি ছিল ঘর ?
তোর দেশে কি কখনও সূর্যোদয় ?
তবুও আমার রাতগুলো রাহাজানি -
তবুও তুই-ই আশিরনখর জ্বর ...
No comments:
Post a Comment