কবির অনুরোধ
দীপঙ্কর বেরা
লোকটি একাডেমির সামনে গোটা চার পাঁচ বই হাতে করে বিক্রির চেষ্টা করছে। যে ঢুকছে তাকেই বলছে। ঢোকারসময় সুহাসকেও বলেছে। ওঁর নিজেরই লেখা। সুহাস হাতেও নেয় নি। এখন ঢোকার মুখেই ফোয়ারার কাছে বসে তাই দেখছে। পাশেই ছেলে টিউশন পড়ছে। তাই সময় কাটাচ্ছে।
একটু পরেই সেখানে এক অষ্টাদশীর আগম। হাতে সুদৃশ লিফলেট। ফটাফট তাই নিয়ে সবাই ঢুকছে। সুহাস মুখ বাড়িয়ে দেখল পরের দিনের নাটকের বিজ্ঞাপন। সেই ভদ্রলোক তার বই কাওকে আর অফার করার সুযোগই পাচ্ছেন না। হাতে এখনও সেই চার পাঁচটা বই।
সুহাস এগিয়ে গেল। ব্যস্ত সময়ে বই পড়াই হয় না তাও কিনল। ভদ্রলোক খুশি হলেন।
সুহাস পাশে দাঁড়িয়ে পাতা উল্টাল। কবিতা! আরো বোরিং! তবুও সময় কাটাতে.... সময় কাটছে।
আরো কিছুক্ষণ পরে এক এসি গাড়ি থেকে এক ভদ্রলোক নামলেন। লিফলেটকে পাশ কাটিয়ে বইয়ের কাছে এসে জড়িয়ে ধরলেন - আবানদা ভালো আছেন?কালকের নাটকটা দেখতে আসবেন কিন্তু। আপনার কবিতার ছায়ায় ও অনুপ্রেরণায় লেখা। ভালই চলছে।
আবানদা তুলে দেখাল - এই তো, এই যে সেই বই ।
ভদ্রলোক 'বাহ, বেশ' বলে আবার এসি গাড়িতে। আবানদা একটা বই বিক্রির অফারও করতে পারল না।
সুহাস তারপরেও জানতে পারে নি বা চেষ্টা করে নি বইয়ের কোন কবিতা এত বড় নাটক।
কেন না সুহাসের ছেলের পড়া শেষ। তাই সুহাস বাড়ি ফিরে যাচ্ছে।
No comments:
Post a Comment