কবিতাঃ কৃষ্ণা বসু



কবিতা 




তোমার করুণার চেয়ে বড় ও যে
কৃষ্ণা বসু




ঐ যে লোকটা খোল বাজিয়ে গান গায় আর ভিক্ষে করে, -
- ওর জন্য করুণা হয়?
দামী ব্যাগটি খুলেই তুমি দু-চার টাকা দাও তো ওকে!
তুমি কি জানো ভিক্ষে করার ফাঁকে ফাঁকে
গানের ঝাঁকে ও ওর নিজের হৃদয় খাদ্য পেয়েতো যায়
অপর্যাপ্ত, অপরিমিত হৃদয় খাদ্য গানই ওকে যোগানটি দেয়,
গানগুলি ওর পেট ভরায়, মনও ভরায়, -এই সত্য জেনে রেখো
রাখাই উচিত, সত্য নিয়ে বাঁচো দেখি ; অপরূপা কন্যা তুমি,
জীবনকে ঠিক দেখতে শেখো দেখি ! করুণা দাও ওকে তুমি?
তোমার করুণার মাপের চেয়ে খানিক বড় নয় নাকি ও?
ঠিক কথাটি বলো দেখি !

No comments:

Post a Comment