কবিতাঃ ঋজুরেখ চক্রবর্তী




কবিতা 





না
ঋজুরেখ চক্রবর্তী




সাতমহলা সুখ ছিল সেই সাতটি তারার তিমির জুড়ে!
সাঁঝের শরীর হাত ছুঁয়ে যায়, মনের শরীর শীতকাতুরে
আজও তেমন, মনের কাছেই মন ভাষা চায়, চাইবে কিনা
কিংবা কদিন, বাহুল্য সব। একযুগ তার মুখ দেখি না,
একযুগ তার প্রতি পলের ছুঁয়ে থাকার মনের আঙুল
নিশ্চুপ দূর, সন্ধ্যা বেসুর। নিস্পৃহতা, বাদবাকি ভুল?
একযুগ রাত স্তব্ধ নিথর, একযুগ বা কয়েক বছর
কিংবা ক’মাস, অর্থ একই। নিথর কি আর তেমন পাথর?
সালতামামির পাতায় পাতায় একক মোহের মূক সাধনা!
সাতমহলা সুখ ছিল থাক, অমন কাছে আর যাব না।

No comments:

Post a Comment