অনুবাদ সাহিত্য
সেই উন্মাদ
সুমন্ত চট্টোপাধ্যায়
তোমরা কি সেই উন্মাদের কথা শোনোনি যে উজ্জ্বল সকালেও লন্ঠন জ্বালাতো,
বাজারে ছুটে যেত, আর অবিরাম চেঁচাতো, “আমি ঈশ্বরকে খুঁজি! আমি ঈশ্বরকে খুঁজি!
তার পাশে যে অবিশ্বাসীরা দাঁড়িয়েছিল সে তাদের হাসি উদ্রেক করতো।
তিনি কি হারিয়ে গেছেন? একজন শুধিয়েছিল।
তিনি কি শিশুর মত পথ হারিয়েছেন? অন্যজন শুধিয়েছিল।
নাকি তিনি লুকিয়েছেন? তিনি কি আমাদের ভয় পান?
তবে কি তিনি অভিযানে গেছেন? নতুবা প্রবাসী হয়েছেন?
এভাবেই তারা সোল্লাসে হেসে উঠেছিল।
উন্মাদটা তাদের মাঝে ঝাঁপিয়ে পড়েছিল আর চোখ দিয়ে বিদ্ধ করেছিল তাদের।
“ঈশ্বর কোথায়?” সে চেঁচালো; “আমি বলছি।
আমরা মেরে ফেলেছি তাঁকে—তুমি আর আমি। আমরা সবাই তাঁর খুনী।
কিন্তু কিভাবে করলাম এটা? কিভাবে সমুদ্র পান করলাম?
পুরো দিগন্ত মুছে ফেলার মত কাপড় কে দিল আমাদের?
আমরা কি করছিলাম সূর্য থেকে পৃথিবীকে মুক্ত করার সময়?
কোনপথে ঘুরছে এখন এটা?
সমস্ত সূর্য থেকে দূরে আমরা কোনপথে ঘুরে চলেছি?
সবসময় কি ডুবছি না পিছনে, সামনে, পাশে, সবদিকে?
আদৌ কি ওপর বা নীচ বলে কিছু আছে?
এক অসীম শূন্যতার ভেতর দিয়ে আমরা কি বিপথে যাচ্ছিনা?
অনুভব করি ফাঁকা মহাকাশের নিঃশ্বাস? সেটা কি শীতল হয়ে যাচ্ছেনা?
ধেয়ে আসছে না রাত সবসময় আমাদের দিকে?
আমাদের কি সকালেও লন্ঠন জ্বালানো প্রয়োজন?
এখনো কি আমরা কবর খোঁড়ার শব্দ পাচ্ছিনা?
কারা ঈশ্বরকে কবর দিচ্ছে? এখনো কি আমরা স্বর্গীয় পচনের গন্ধ পাচ্ছিনা?
ঈশ্বরও, পচে যায়। ঈশ্বর মৃত।
ঈশ্বর মৃত হওয়া চালিয়ে যায়। এবং আমরা খুন করেছি তাঁকে।
সমস্ত খুনীদের খুনী আমরা কিভাবে নিজেদের সান্ত্বনা দোবো?
পৃথিবীতে পবিত্রতম আর সর্বোত্তম যা ছিল
মৃত্যু অবধি রক্ত ঝরেছে আমাদের ছুরির নীচেঃ
কে আমাদের থেকে সেই রক্ত মুছে দেবে?
নিজেদের ধোয়ার মত কোনো জল আছে কি?
প্রায়শ্চিত্তের কোন অনুষ্ঠান, পবিত্রতার কোন খেলা আমাদের আবিষ্কার করতে হবে?
এই কাজের মহানতা কি আমাদের জন্য আরো মহান নয়?
আমরাই কি তার যোগ্য হয়ে ঈশ্বর হয়ে উঠতে পারিনা?
এর থেকে মহান কাজ আর হয়নি; আর যারা আমাদের পরে জন্মাবে—
এই কাজের স্বার্থে তারা আজ অবধি ইতিহাসেরও
উন্নত ইতিহাসের অংশীদার হবে।”
এখানেই উন্মাদটা নীরব হয়ে পড়ে আর
তার শ্রোতাদের দিকে তাকায়; তারাও নীরব হয়ে তাকিয়ে থাকে
অপলক বিস্ময়ের সাথে।
শেষমেষ সে লন্ঠনটাকে মাটিতে ছুড়ে মারে আর টুকরো টুকরো করে চলে যায়।
“আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি”, সে বলে,“আমার এখন সময় নয়।”
এই ভয়ানক ঘটনাটা পথেই রয়েছে, এখনো ঘুরে বেড়াচ্ছে;
মানুষের কান অবধি পৌঁছোয়নি। বিদ্যুৎ আর বজ্রপাতে সময় লাগে।
এই ঘটনা মানুষের কাছে
দূরতম নক্ষত্ররাজি থেকেও দূরে রয়ে গেছে—
অথচ তারা নিজেরাই এসব করেছে।
এটাও শোনা যায় নাকি ঐদিনই উন্মাদটা বেশকিছু গির্জায় ঢুকেছিল জোর করে
আর সেখানে নিজের মৃতসত্ত্বার উদ্দ্যেশ্যে স্তবগান গেয়েছিল।
তাকে বার করে দিয়ে এর কারণ জানতে চাইলে সে বারবার বলেছিলঃ
“এই গির্জাগুলোর আর প্রয়োজন কি
যদি ঈশ্বরের সমাধি বা স্মৃতিসৌধই না হতে পারে?”
Der tolle Mensch
Habt ihr nicht von jenem tollen Menschen gehört, der am hellen Vormittag eine Laterne anzündete, auf den Markt lief und unaufhörlich schrie: "Ich suche Gott! Ich suche Gott!"
Da dort gerade viele von denen zusammenstanden, welche nicht an Gott glaubten, so erregte er ein großes Gelächter.
Ist er denn verlorengegangen? sagte der eine. Hat er sich verlaufen wie ein Kind? sagte der andere.
Oder hält er sich versteckt? Fürchtet er sich vor uns? Ist er zu Schiff gegangen? ausgewandert? - so schrien und lachten sie durcheinander.
Der tolle Mensch sprang mitten unter sie und durchbohrte sie mit seinen Blicken.
"Wohin ist Gott?" rief er, "ich will es euch sagen!
Wir haben ihn getötet - ihr und ich!
Wir sind seine Mörder! Aber wie haben wir das gemacht?
Wie vermochten wir das Meer auszutrinken?
Wer gab uns den Schwamm, um den ganzen Horizont wegzuwischen?
Was taten wir, als wir diese Erde von ihrer Sonne losketteten? Wohin bewegt sie sich nun?
Wohin bewegen wir uns?
Fort von allen Sonnen?
Stürzen wir nicht fortwährend?
Und rückwärts, seitwärts, vorwärts, nach allen Seiten?
Gibt es noch ein Oben und ein Unten? Irren wir nicht durch ein unendliches Nichts?
Haucht uns nicht der leere Raum an?
Ist es nicht kälter geworden?
Kommt nicht immerfort die Nacht und mehr Nacht?
Müssen nicht Laternen am Vormittag angezündet werden?
Hören wir noch nichts von dem Lärm der Totengräber, welche Gott begraben?
Riechen wir noch nichts von der göttlichen Verwesung? - auch Götter verwesen!
Gott ist tot! Gott bleibt tot! Und wir haben ihn getötet!
Wie trösten wir uns, die Mörder aller Mörder?
Das Heiligste und Mächtigste, was die Welt bisher besaß, es ist unter unsern Messern verblutet - wer wischt dies Blut von uns ab?
Mit welchem Wasser könnten wir uns reinigen?
Welche Sühnefeiern, welche heiligen Spiele werden wir erfinden müssen?
Ist nicht die Größe dieser Tat zu groß für uns?
Müssen wir nicht selber zu Göttern werden, um nur ihrer würdig zu erscheinen?
Es gab nie eine größere Tat - und wer nun immer nach uns geboren wird, gehört um dieser Tat willen in eine höhere Geschichte, als alle Geschichte bisher war!"
Hier schwieg der tolle Mensch und sah wieder seine Zuhörer an: auch sie schwiegen und blickten befremdet auf ihn. Endlich warf er seine Laterne auf den Boden, dass sie in Stücke sprang und erlosch. "Ich komme zu früh", sagte er dann, "ich bin noch nicht an der Zeit.
Dies ungeheure Ereignis ist noch unterwegs und wandert - es ist noch nicht bis zu den Ohren der Menschen gedrungen. Blitz und Donner brauchen Zeit, das Licht der Gestirne braucht Zeit, Taten brauchen Zeit, auch nachdem sie getan sind, um gesehen und gehört zu werden. Diese Tat ist ihnen immer noch ferner als die fernsten Gestirne - und doch haben sie dieselbe getan!" - Man erzählt noch, dass der tolle Mensch desselbigen Tages in verschiedenen Kirchen eingedrungen sei und darin sein Requiem aeternam deo angestimmt habe. Hinausgeführt und zur Rede gesetzt, habe er immer nur dies entgegnet: "Was sind denn diese Kirchen noch, wenn sie nicht die Gräber und die Grabmäler Gottes sind?"
ফ্রেডরিখ নিয়েৎজে (জন্মঃ ১৫ই অক্টোবর, ১৮৪৪—মৃত্যুঃ ২৫শে আগস্ট, ১৯০০)
ফ্রেডরিখ উইলহেম নিয়েৎজে একজন বিখ্যাত জার্মান ব্যক্তিত্ব। তিনি একাধারে জার্মান ভাষাতত্ত্ববিদ, সাংস্কৃতিক সমালোচক, কবি এবং সুরকার ছিলেন। তবে পৃথিবীর নানা দেশে তিনি একজন দার্শনিক হিসেবেই অধিক পরিচিত। তাঁর বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— “Thus Spoke Zarathustra”, “Beyond Good and Evil” ইত্যাদি।
No comments:
Post a Comment